ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘বড় সরকারি কর্মকর্তারা বাবার পেশায় কৃষক লিখতে গর্ব করে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, মার্চ ২৯, ২০১৮
‘বড় সরকারি কর্মকর্তারা বাবার পেশায় কৃষক লিখতে গর্ব করে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, এক সময় ছিলো চরাঞ্চলের মানুষেরা সন্তানদের স্কুলে পাঠাতে পারতো না, তাদের সামর্থ্য ছিল না। এখন স্কুলে কোনো বেতন লাগে না। বছরের শুরুতে বিনামূল্যে নতুন বই পাওয়া যায়, এটা শেখ হাসিনার অবদান।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও কৃষকের সন্তান বলে ভালো চাকরি হতো না।

অথচ এখন বড় বড় দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বাবার পেশার স্থানে কৃষক লিখতে গর্ববোধ করে। এ পরিবর্তন এসেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে।

এ সময় মন্ত্রী চরকুড়ুলিয়া উচ্চ বিদ্যালয়কে দ্বিতল ভবন করার প্রতিশ্রুতি দেন এবং অচিরেই কলেজ করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন। পরে মন্ত্রী ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাহাব উদ্দিন সুজার সভাপতিত্বে ও সহকারী সিনিয়র শিক্ষক আলফাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহম্মেদ বকুল, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।