ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে খেলার ছলে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, মার্চ ২৯, ২০১৮
পিরোজপুরে খেলার ছলে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

পিরোজপুর: পিরোজপুর পৌরসভার আদর্শপাড়ায় খেলার ছলে গলায় ফাঁস লেগে ইয়ামিন সুলতানা (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইয়ামিন আদর্শপাড়ার আল আমিন শেখের মেয়ে এবং স্থানীয় পিরোজপুর প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

মৃত ইয়ামিনের ফুফু শারমিন বেগম জানান, সকালে ঘরের পাটাতনে বসে একা একা খেলা করছিল ইয়ামিন। এ সময় তার মা ইয়াসমিন বেগম ঘরে কাজ করছিলেন। অনেকক্ষণ মেয়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি ঘরের পাটাতনে যান। এ সময় জানালার সিকের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মেয়েকে দেখতে পান তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সাকিল সরোয়ার বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন বলেছে, গলায় ফাঁস লেগে সে মারা যায়।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।