বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের হাতে এ সংক্রান্ত ঘোষণাপত্র তুলে দেন মেয়রের প্রতিনিধি।
ঘোষণাপত্রে বলা হয়, এই দিনে বাংলাদেশের জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশকে ‘গণতান্ত্রিক, সহনশীল, বহুত্ববাদী ও উদার রাষ্ট্রের’ বৈশ্বিক উদাহরণ হিসেবে দেখে, যে দেশের বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্ববহ।
ঘোষণাপত্রে মুরিয়েল বাউজার বলেন, ‘আমি ওয়াশিংটন ডিসির মেয়র এই বিশেষ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জনগণকে অভিনন্দন জানাই। একইসঙ্গে ২০১৮ সালের ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করছি। ’
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এইচএ/