ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ওয়াশিংটনে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, মার্চ ২৯, ২০১৮
ওয়াশিংটনে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা বাংলাদেশের জাতীয় পতাকা

এ বছর বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার।

বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের হাতে এ সংক্রান্ত ঘোষণাপত্র তুলে দেন মেয়রের প্রতিনিধি।

‘বাংলাদেশ দিবস’ সংক্রান্ত ঘোষণাপত্রঘোষণাপত্রে বলা হয়, এই দিনে বাংলাদেশের জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।

পাশাপাশি দেশের স্বাধীনতা এনে দেওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বকেও স্মরণ করেন তারা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বাংলাদেশকে ‘গণতান্ত্রিক, সহনশীল, বহুত্ববাদী ও উদার রাষ্ট্রের’ বৈশ্বিক উদাহরণ হিসেবে দেখে, যে দেশের বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্ববহ।

ঘোষণাপত্রে মুরিয়েল বাউজার বলেন, ‘আমি ওয়াশিংটন ডিসির মেয়র এই বিশেষ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জনগণকে অভিনন্দন জানাই। একইসঙ্গে ২০১৮ সালের ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করছি। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।