ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পটুয়াখালীতে জাল ভোট দেওয়ার চেষ্টায় ৫ কিশোরকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৯, মার্চ ২৯, ২০১৮
পটুয়াখালীতে জাল ভোট দেওয়ার চেষ্টায় ৫ কিশোরকে জরিমানা

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার অপরাধে পাঁচ কিশোরকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ অর্থদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত ওই পাঁচজন দক্ষিণ লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের লাইনে ভোট দেওয়ার জন্য দাড়িয়ে ছিলো।

তখন তাদের দেখে নবম/দশম শ্রেণির ছাত্র মনে হলে ভোটার তালিকার সঙ্গে ছবি ও পরিচয় মেলানো হয়। এসময় ভোটার তালিকায় তাদের কোনো তথ্যই পাওয়া যায়নি।  

তাই তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।