বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ অর্থদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত ওই পাঁচজন দক্ষিণ লেবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের লাইনে ভোট দেওয়ার জন্য দাড়িয়ে ছিলো।
তাই তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএস/ওএইচ/