ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সমুদ্র মহড়া শেষে দেশে ফিরল যুদ্ধজাহাজ ‘বঙ্গবন্ধু’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, মার্চ ২৯, ২০১৮
সমুদ্র মহড়া শেষে দেশে ফিরল যুদ্ধজাহাজ ‘বঙ্গবন্ধু’ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বঙ্গবন্ধু’। ছবি: ফাইল ফটো

ঢাকা: কাতারের দোহাতে ৬ষ্ঠ আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে অংশগ্রহণ শেষে বাংলাদেশে এসে পৌঁছেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বঙ্গবন্ধু’। 

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে যুদ্ধজাহাজটির চট্টগ্রাম নৌ-জেটিতে পৌঁছানোর খবর একটি প্রেস বিজ্ঞপতির মাধ্যমে নিশ্চিত করে আঃন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিয়ার)।  

নৌ-জেটিতে পৌঁছানোর পর নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে জাহাজটিকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তারা ও জাহাজে অবস্থারনরত কর্মকর্তা-নাবিকদের পরিবারের সদস্যরা।  

গত ১২ হতে ১৪ মার্চ পর্যন্ত কাতারে অনুষ্ঠিত বহুপাক্ষিক এ মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ ও প্রতিনিধিরা অংশ নেয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বঙ্গবন্ধু’ ২৩০ জন নৌসদস্য নিয়ে অংশগ্রহণ করে।  

মহড়ায় অংশ নিতে জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি কাতারের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে ২ থেকে ৫ মার্চ ভারতের মুম্বাই এবং দেশে ফেরার পথে ২২ থেকে ২৫ মার্চ শ্রীলংকার কলম্বো বন্দরে শুভেচ্ছা সফরে অবস্থান করে।  

এ ধরনের আন্তর্জাতিক মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশের যুদ্ধজাহাজের অংশগ্রহণ সমুদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মহলে দেশের সুনাম বৃদ্ধিসহ বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।