বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে আটকের বিষয়টি জানায় পুলিশ। এর আগে বুধবার (২৮ মার্চ) গভীর রাতে কুলাউড়া শহরতলীর উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আজাদ উদ্দিন (২৮) একই এলাকার আব্দুল খলিলের ছেলে মোশারফ হোসেন (২৫) ও কুলাউড়া উপজেলার আখলাস খানের ছেলে আরেফিন তায়েফ (২৫)।
কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) নুর হোসেন বাংলানিউজকে জানান, কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাসিন্দা স্বাধীন আহমদ ও তার স্ত্রীকে রাস্তায় গাড়ির গতিরোধ করে মালামাল লুট করার চেষ্টা করে আটকরা। এ সময় ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত নগদ ১৫শ’ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে স্বাধীন আহমদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরবি/