ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুলাউড়ায় গাড়ি থামিয়ে ডাকাতিকালে আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, মার্চ ২৯, ২০১৮
কুলাউড়ায় গাড়ি থামিয়ে ডাকাতিকালে আটক ৩

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় রাস্তায় গাড়ির গতিরোধ করে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে আটকের বিষয়টি জানায় পুলিশ। এর আগে বুধবার (২৮ মার্চ) গভীর রাতে কুলাউড়া শহরতলীর উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আজাদ উদ্দিন (২৮) একই এলাকার আব্দুল খলিলের ছেলে মোশারফ হোসেন (২৫) ও কুলাউড়া উপজেলার আখলাস খানের ছেলে আরেফিন তায়েফ (২৫)।

কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) নুর হোসেন বাংলানিউজকে জানান, কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাসিন্দা স্বাধীন আহমদ ও তার স্ত্রীকে রাস্তায় গাড়ির গতিরোধ করে মালামাল লুট করার চেষ্টা করে আটকরা। এ সময় ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত নগদ ১৫শ’ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে স্বাধীন আহমদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।