বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রাম আনোয়ার নোয়াখালীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন জয়রাম আনোয়ার গ্রামের মনছুর আলীর ছেলে এবং আজগর আলী একই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকায় পল্লী বিদ্যুতের নতুন লাইন স্থাপনের কাজ চলছিলো। আনুষ্ঠানিকভাবে লাইন চালু করা না হলেও ওই লাইনে বিদ্যুৎ সংযোগ সচল ছিলো। সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন ঘটনার সময় ওই এলাকায় বিদ্যুৎ সংযোগের জন্য গাছের ডাল কাটছিলো। এসময় বিদ্যুৎ লাইনের ওপর একটি গাছের ডাল পড়লে আলমগীর হোসেন ও তার ভাতিজা আজগর আলী ওই ডাল সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ঠিকাদারের লোক সজিব ও রিপনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় পল্লী বিদ্যুতের সংযোগ প্রদানকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
জিপি