বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
আহতদের মধ্যে নাজমা বেগম (৩২), নাজমুল ইসলাম (৩৫) ও বাবুল হোসেনের (৩০) নাম জানা গেছে। আহত চারজনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে শামসুল ও প্রতিবেশী রহমতুল্লার ছেলে মোস্তখেজুর রহমানের মধ্যে বিরেধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মোস্তখেজুর ও তার লোকজনের লাঠির আঘাতে শামসুলসহ পাঁচজন আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শামসুল মারা যান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন কুমার মহন্ত বাংলানিউজকে জানান, দোষীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসআই