ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কোটালীপাড়ায় গাড়ি খাদে পড়ে বিজিবি সদস্যসহ আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৫, মার্চ ২৯, ২০১৮
কোটালীপাড়ায় গাড়ি খাদে পড়ে বিজিবি সদস্যসহ আহত ৮ আহত এক বিজিবি সদস্য

গোপালগঞ্জ: পৌরসভা নির্বাচনী এলাকায় যাওয়ার পথে গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি ভ্যানকে ধাক্কা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি গাড়ি খাদে পড়ে গেছে। এতে আহত হয়েছেন পাঁচ বিজিবি সদস্যসহ আটজন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্য আশরাফ ও আজাদ এবং কোটালীপাড়ার নারিকেল বাড়ী গ্রামের ভ্যানচালক হান্নান খন্দকার (৩১), একই উপজেলার দেবগ্রামের ভ্যানযাত্রী সুশীল বিশ্বাস (৫২) ও রাধাগঞ্জ গ্রামের অনন্ত দত্তকে (৬০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে একদল বিজিবি সদস্য বাগান উত্তরপাড় এলাকার পারকোনা ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। এসময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে দুই বিজিবি সদস্যসহ পাঁচজন আহত হন।  

এদিকে, খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোথলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান আহতদের দেখতে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।