বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্য আশরাফ ও আজাদ এবং কোটালীপাড়ার নারিকেল বাড়ী গ্রামের ভ্যানচালক হান্নান খন্দকার (৩১), একই উপজেলার দেবগ্রামের ভ্যানযাত্রী সুশীল বিশ্বাস (৫২) ও রাধাগঞ্জ গ্রামের অনন্ত দত্তকে (৬০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে একদল বিজিবি সদস্য বাগান উত্তরপাড় এলাকার পারকোনা ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। এসময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে দুই বিজিবি সদস্যসহ পাঁচজন আহত হন।
এদিকে, খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোথলেসুর রহমান সরকার ও পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান আহতদের দেখতে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসআই