বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. এটিএম কাউছার হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, এম এ জব্বার, জুয়েল চাকমা, ডা. রাজেন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন ক্লাব, সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষে ১১ এপ্রিল সকাল ৮টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
পরে টাউন হল প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ডিস প্লে প্রদর্শনী ছাড়াও হবে জলকেলি খেলা অনুষ্ঠিত হবে। বিকেলে একই স্থানে হবে গুণীজন সংবর্ধনা।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএ