ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বৈসাবি উদযাপনে খাগড়াছড়িতে নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৩, মার্চ ২৯, ২০১৮
বৈসাবি উদযাপনে খাগড়াছড়িতে নানা কর্মসূচি বৈসাবি ও নববর্ষ উদযাপন নিয়ে প্রস্তুতি সভা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসু, সাংগ্রাই, বিজু ও বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।


 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. এটিএম কাউছার হোসেন, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, এম এ জব্বার, জুয়েল চাকমা, ডা. রাজেন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন ক্লাব, সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
সভায় জানানো হয়, বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষে ১১ এপ্রিল সকাল ৮টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।  

পরে টাউন হল প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ডিস প্লে প্রদর্শনী ছাড়াও হবে জলকেলি খেলা অনুষ্ঠিত হবে। বিকেলে একই স্থানে হবে গুণীজন সংবর্ধনা।  
 
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।