ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক কনভেনশন ৬ এপ্রিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫২, মার্চ ২৯, ২০১৮
চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির বার্ষিক কনভেনশন ৬ এপ্রিল  চুয়েটের প্রধান ফটক। ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন ছাত্র সমিতির দিনব্যাপী বার্ষিক কনভেনশন ও পুনর্মিলনী– ২০১৮ ঢাকায় অনুষ্ঠিত হবে ৬ এপ্রিল। 

বৃহস্পতিবার (২৯ মার্চ) আয়োজকদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

কনভেনশন ও পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য আগামী ৩১ মার্চ (শনিবার) পর্যন্ত নিবন্ধন করা যাবে। এ জন্য ০১৫৫০ ১৫১ ১০৮, ০১৭১৪ ১৭৮ ৩১৭ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।