ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নবীগঞ্জে বাস উল্টে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৪, মার্চ ২৯, ২০১৮
নবীগঞ্জে বাস উল্টে নিহত ৩ নবীগঞ্জে বাস উল্টে নিহত ৩

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার এলাকায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামের জবেদ আলীর স্ত্রী কামরুন্নাহার (৬০), কামরুন্নাহারের ছেলে কাউছার হোসেন খোকন (৩৫) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আসাদ্দর আলীর ছেলে কফিল উদ্দিন (২৭)।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক জানান, হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন পরিবহনের একটি বাস সকালে সিলেট থেকে হবিগঞ্জ যাচ্ছিল। পথে মডেল বাজার এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন। আহত হন আরো দু’জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।