বুধবার (২৮ মার্চ) রাতে উপজেলার গোপল নগর রেল ক্রসিং এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
তান্নি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের আনোয়ারুল হকের মেয়ে ও মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী।
পুলিশ জানায়, রাতে গোপালনগর রেল লাইনের উপর এক নারীর খণ্ডন মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে কমলগঞ্জ, শ্রীমঙ্গল থানা পুলিশ এবং শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, এক নারীর খণ্ডন মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ তার একটি ফাইল, বোরকা, জুতা ও মোবাইলফোন উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি-তদন্ত নজরুল।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
জেআইএম/আরআইএস/