ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভিওআইপি ব্যবসার লভ্যাংশ দিয়েই চলে আনসারুল্লাহ বাংলা টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, মার্চ ২৮, ২০১৮
ভিওআইপি ব্যবসার লভ্যাংশ দিয়েই চলে আনসারুল্লাহ বাংলা টিম ভিওআইপি ব্যবসায়ী নাফিজসহ আটক চারজন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ভিওআইপি ব্যবসার লভ্যাংশ থেকে নিয়মিত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক সদস্যদের অর্থ সরবরাহ করা হয়। এ অর্থ সংকুলানের কাজটি করতেন দলটির অন্যতম সদস্য নাফিজ ইকবাল শাকিল (৩৮)।

বুধবার (২৮ মার্চ) বিকেলে আশুলিয়ার সাকিন এলাকার একটি বাসা থেকে ভিওআইপি ব্যবসায়ী নাফিজসহ ৪ জনকে আটক করে র‌্যাব-১০। এ সময় বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামাদিসহ ১৫৪ টি রেজিস্ট্রেশন বিহীন সিম কার্ড জব্দ করা হয়।

আটক অন্য সদস্যরা হলেন- শামিম তালুকদার (২৯), জহিরুল ইসলাম নান্নু (৩০) ও শুভ ইসলাম (২০)।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে জানান, আটককৃতরা সবাই যোগসাজসে অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিলো। এদের মধ্যে নাফিজ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের পলাতক সদস্যদের নিয়মিত অর্থ সরবরাহ করতো।

নাফিজ এ অর্থ দিয়ে আনসারুল্লাহ’র সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছিলো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
পিএম/এমএএম/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।