ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, মার্চ ২৮, ২০১৮
সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

সিলেট: সিলেটের বরমচল রেলস্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কুলাউড়া জংশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, মাইজগাঁও থেকে কুলাউড়া রেলজংশনে যাওয়ার পথে বরমচল রেলস্টেশনে পৌঁছামাত্র তেলবাহী ৯৫২ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কুলাউড়া থেকে এরইমধ্যে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করবে। দ্রুতই এ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।