ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, মার্চ ২৭, ২০১৮
বরিশালে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলায় খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

মঙ্গলবার (২৭ মার্চ) রাতে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের শের-ই বাংলা বাজার সংলগ্ন মহিষা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, অজ্ঞাত পরিচয়ের ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার গলায় জখমের চিহ্ন পাওয়া গেছে।  

ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত না হওয়া গেলেও তার নামপরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।