মঙ্গলবার (২৭ মার্চ) সকালে শরণখোলা উপজেলার গুলবুনিয়া ব্রিজ সংলগ্ন কওমি মাদ্রাসার পেছনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরিফ একই এলাকার আলআমিন হাওলাদারের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার রাত থেকে আরিফ নিখোঁজ ছিলেন। সকালে ধানক্ষেতে মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, আরিফের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসআই