ওইদিন একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতি তার সফরসঙ্গীদের নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন।
সৈয়দপুর সেনানিবাসের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের (ইএমই সেন্টার অ্যান্ড স্কুল) পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, বুধবার ৫ম ইএমই কোর পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সৈয়দপুরে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে সেনাবাহিনীর ইএমই কোরের অষ্টম কমান্ড্যান্ট অভিষেক প্যারেড, বার্ষিক অধিনায়ক সম্মেলনেও যোগ দেবেন তিনি।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
ওএইচ/