সোমবার (২৬ মার্চ) বিকেলে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোবিন্দ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এ মামলাটি করা হয়েছে।
পুলিশ জানায়, লোহাগড়া থানার এসআই গোবিন্দের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ভোরে আমাদা গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি আমাদা গ্রামের সোহেল মল্লিক, রাঙ্গু খা, নাইস খা এবং কামালপ্রতাপ গ্রামের সোহেলকে আটক করে। এসময় আসামিদের ডাক চিৎকারে আমাদা এবং কামালপ্রতাপ গ্রামের ৪০/৫০ জন নারী-পুরুষ পুলিশ সদস্যদের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। এসময় বাঁধা দিলে সন্ত্রাসীদের হামলায় চার পুলিশ কর্মকর্তা আহত হন। আহত পুলিশ কর্মকর্তাদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সন্ত্রাসীদের হামলায় আহত- এসআই গোবিন্দ, এএসআই আনিস, এএসআই কাজী বাবুল এবং এএসআই খান বাবুলকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি