ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

মুক্তিযোদ্ধার বংশধররা সুবিধা ভোগ করবে এটাই স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, মার্চ ২৬, ২০১৮
মুক্তিযোদ্ধার বংশধররা সুবিধা ভোগ করবে এটাই স্বাভাবিক মুক্তিযোদ্ধার বংশধররা সুবিধা ভোগ করবে এটাই স্বাভাবিক

লালমনিরহাট: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি বলেছেন, জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। স্বাধীন দেশে তাদের বংশধররা সুবিধা ভোগ করবে এটাই স্বাভাবিক।

সোমবার (২৬ মার্চ) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কার্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

মোতাহার হোসেন বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, চাকরিতে কোটা ততদিন থাকবে।

যারা কোটাবিরোধী আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মাঠে নামতে হবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও মুক্তিযোদ্ধা সন্তান তফিউজ্জামান জুয়েল।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।