সোমবার (২৬ মার্চ) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কার্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোতাহার হোসেন বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, চাকরিতে কোটা ততদিন থাকবে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও মুক্তিযোদ্ধা সন্তান তফিউজ্জামান জুয়েল।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এনটি