ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, মার্চ ২৬, ২০১৮
শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। 

সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘর ইউনিয়নের ওমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহত শিক্ষক রমজান মাহমুদ (২৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া আহত শিক্ষার্থীরা ষোলঘর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

হাসাড়া কালি কিশোর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল বারেক বাংলানিউজকে বলেন, শ্রীনগর উপজেলা কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের নিয়ে লেগুনায় রওয়ানা হই। পথে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আমাদের লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি উল্টে গিয়ে ভেতরে থাকা শিক্ষক-শিক্ষার্থীসহ ১২ আহত হয়।  

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাস ও চালক কনককে আটক করেছে পুলিশ।  

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় আহত শিক্ষক-শিক্ষার্থীদের কারো অবস্থা আশংকাজনক নয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।