ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

বাংলা চ্যানেল পাড়ি দিলেন ২৮ সাঁতারু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, মার্চ ১৯, ২০১৮
বাংলা চ্যানেল পাড়ি দিলেন ২৮ সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া সাঁতারুরা/ ছবি: বাংলানিউজ

কক্সবাজার: প্রথমবারের মতো দেশের দু’জন নারীসহ ২৮ জন সাঁতারু টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিনের বাংলা চ্যানেলটি পাড়ি দিয়েছেন।

সোমবার (১৯ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটে শাহপরীর দ্বীপ জেটি থেকে ১৩তম সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

এ আসরে তিন ঘণ্টা ৮ মিনিট সাঁতার কেটে প্রথমে সেন্টমার্টিনে এসে পৌঁছান সাইফুল ইসলাম রাসেল।

এরপর একে একে সোয়া ৪টায় সাঁতারুরা তীরে উঠে আসেন। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো যোগ দিয়েছেন ঢাকা, বগুড়া ও রংপুরের ২৩ জন। এদের মধ্যে দুজন নারী পূর্ণিমা খাতুন ও মিতু আখতার।
 
প্রয়াত কাজী হামিদুল হকের স্মরণে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা। ২০০৬ সালের ১৪ জানুয়ারি সেন্টমার্টিনে বাংলা চ্যানেলের যাত্রা শুরু হয়।  

সাঁতারু ও দলনেতা লিপটন সরকার বলেন, পযর্টন শিল্প বিকাশের পাশাপাশি পযর্টকদের এ চ্যানেলটি পরিচিত করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ