ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

তদন্ত সাপেক্ষে সব কিছু জানা যাবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, মার্চ ১৩, ২০১৮
তদন্ত সাপেক্ষে সব কিছু জানা যাবে

ঢাকা: নেপালের কাঠমাণ্ডুতে ইউএস-বাংলার বিএস২১১ ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় তদন্ত সাপেক্ষে সব কিছু জানা যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

দুর্ঘটনার বিষয়ে মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যায় নেপালে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি এখন হাসপাতালে যাচ্ছি।

যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দেখবো, খোঁজ খবর নেবো। ককপিটের ভয়েস রেকর্ডার থেকেই সব জানা যাবে।

মরদেহগুলো কিভাবে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় যোগাযোগ রাখছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বুধবার (১৪ মার্চ) দেশটির চিফ অব স্টাফের সঙ্গে বৈঠক হবে। সেখানে আমাকে তথ্য জানানোর পর তা আপনাদের (সাংবাদিক) জানাতে পারবো। স্বজনরা কেউ মরদেহ নিতে চাইলে তা আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।  

এবার ত্রিভুবনে ল্যান্ডিং বিপাকে মন্ত্রীকে বহনকারী বিমান

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।