ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত: প্রাণহানিতে ইইউ’র শোক 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০০, মার্চ ১৩, ২০১৮
ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত: প্রাণহানিতে ইইউ’র শোক 

ঢাকা: নেপালে কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্লেন বিধ্বস্ত হয়ে ৫০ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিনিধিদের পক্ষে শোক জানান ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিঙ্ক।

শোকবার্তায় নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

সোমবার (১২ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটে পার্বত্য শহর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের ফ্লাইটটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখনো পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ দফতর। উদ্ধার করা হয় ১৯ আরোহীকে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
কেজেড/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।