ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২০, মার্চ ১৩, ২০১৮
নারায়ণগঞ্জে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইফতিখার মুসফিক জয় (১৮) নামে এক পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করেছে  দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে (অজ্ঞাত) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মার্চ) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জয় হিরাঝিলস্থ ব্যবসায়ী আকরাম হোসেনের ছেলে ও দনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের চিকিৎসক তাহমিনা নাজনীন বাংলানিউজকে জানান, ভোরের দিকে তিনজন যুবক ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসে। নিহতের সারা শরীরে আঘাতের চিহ্নসহ পায়ে জখম ছিল।  

জানা যায়, সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মুন্নার মাদকস্পটে রাতের কোনো এক সময় জয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জয় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকের সোর্স হিসেবে কাজ করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক বিক্রেতা মুন্না, শাহ আলমের সঙ্গে কোনো কিছু নিয়ে দ্বন্দ্বে খুন হয়েছে জয়।  

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, সকালে
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। যে তিনজন জয়ের মরদেহ উদ্ধার করে খানপুর ৩শ’ শয্যা হাসপাতালের নিয়ে আসে, তাদের মধ্য থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।