ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বিধ্বস্ত ফ্লাইটের কেবিন ক্রুর কন্যার খোঁজ পাওয়া গেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৯, মার্চ ১৩, ২০১৮
বিধ্বস্ত ফ্লাইটের কেবিন ক্রুর কন্যার খোঁজ পাওয়া গেছে নাবিলা ও তার মেয়ে। ছবি: সংগৃহীত

ঢাকা: ইউএস-বাংলার বিধ্বস্ত বিএস-২১১ ফ্লাইটের কেবিন ক্রু নাবিলার নিখোঁজ মেয়ের হিয়ার খোঁজ পাওয়া গেছে। মেয়েটিকে তার নানীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

প্লেন দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরা থেকে শিশুটিকে নিয়ে গৃহকর্মী পালিয়ে গেছেন বলে থানায় অভিযোগ করেন তার দাদি।

অভিযোগের প্রেক্ষিতে ওই গৃহকর্মীকে আটক করে পুলিশ।

পরে জানা যায় শিশুটিকে তার খালা নিজেরদের বাসায় নিয়ে গিয়েছেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন শিশুটির খোঁজ পাওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর কেবিন ক্রু নাবিলার দুই বছরের মেয়ে হিয়াকে বাড়িতে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনরা। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা ওই বাসার গৃহকর্মীকে ধরে আনি। কিন্তু শিশু হিয়াকে কেবিন ক্রু নাবিলার বোন নিয়ে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। শিশুটিকে উদ্ধারের জন্য ওই বাসায় পুলিশ পাঠানো হয়েছে।

বিধ্বস্ত ফ্লাইটের কেবিন ক্রুর কন্যা অপহৃত!

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।