ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

তাড়াইলে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, মার্চ ১২, ২০১৮
তাড়াইলে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: পচা ডিম, নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় কিশোরগঞ্জের তাড়াইলে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (১২ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- তাড়াইল পুরুরা বাজারের আল্লাহর দান বেকারি, জনতা হোটেল ও জসিম স্টোর।

সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন বাংলানিউজকে বলেন, দুপুরে তাড়াইল পুরুরা বাজারে অভিযান চালানো হয়। এসময় পচা ডিম দিয়ে খাদ্য উৎপাদন করায় আল্লাহর দান বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নোংরা পরিবেশে খাবার তৈরি করায় একই বাজারের জনতা হোটেলকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে জসিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।