ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ শ্রমিকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, মার্চ ১২, ২০১৮
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ শ্রমিকের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীর আনন্দবাজার এলাকার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ শ্রমিককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ মার্চ) বিকেলে তাদের মেঘনা নদী থেকে আটক করে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিনের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শ্রমিক শহিদুল ইসলাম, কামাল, সোহাগ মিয়া, সেলিম, জাহিদ শেখ, সুমন, রাসেল, রাজন, সোহেল, মনির হোসেন ও হযরত আলী।


 
জানা যায়, উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বৈদ্যোরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. আব্দুর রউফের ছেলে মোহাম্মদউল্লাহ ও ইউপি সদস্য ইসমাইল হোসেনের ছেলে রকির নেতৃত্বে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো তারা।

সোমবার সকালে আমান সিমেন্ট কারখানা এলাকায় তারা উত্তোলন করতে থাকে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ শ্রমিককে আটক করা হয়।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএম রহুল আমিন বাংলানিউজকে বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১১ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কাউকে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) বিএম রহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।