ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, মার্চ ১২, ২০১৮
টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫ ইয়াবাসহ আটক ৫ মাদক বিক্রেতা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়া এলাকার রহমত উল্যাহ (৫৩), একই থানার কুলালপাড়া এলাকার কামাল হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (৫০), ডেইলপাড়া এলাকার কবির আহমেদের মেয়ে জাহেদা বেগম (২০), কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার পাথরডুবি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুস সামাদ সুজন (২২) ও যশোরের ঝিকরগাছা থানার শ্রীরামপুর এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে ইউসুফ আলী (৩৬)।  

সোমবার (১২ মার্চ) আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, রোববার (১১ মার্চ) রাতে ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।

গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পরে ওই এলাকায় ইউসুফ আলীর একটি ভাড়া ফ্ল্যাট বাসা থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ ও পাঁচ মাদক বিক্রেতাকে আটক করা হয়।  

এ ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।