ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

মশার স্প্রে বিস্ফোরণের আগুনে শিশু নিহত, দগ্ধ ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, মার্চ ৮, ২০১৮
মশার স্প্রে বিস্ফোরণের আগুনে শিশু নিহত, দগ্ধ ৪

ঢাকা: রাজধানীর কল্যাণপুরে একটি ভবনের চতুর্থ তলায় গ্যাসের চুলার আগুনের তাপে মশা মারার স্প্রে বিস্ফোরণের আগুনে ১১ মাসের শিশু আফরিদার মৃত্যু হয়েছে। একই সময় চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে বলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।

তিনি জানান, ৪৬ শতাংশ বার্ন নিয়ে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় তার খালা আরজু বেগম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। বাকি তিনজনদের প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার (৭ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩২), আরজু বেগম (২৮) তার স্বামী রফিকুল ইসলাম (৩০)।

দগ্ধ রফিকুল বাংলানিউজকে জানান, তারা কল্যাণপুর এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। রাতের রান্না করার সময় গ্যাসের চুলার পাশেই থাকা মশার স্প্রে বিস্ফোরণ হলে তার স্ত্রীসহ পাচঁজন দগ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।