ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ভূঞাপুরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, মার্চ ৮, ২০১৮
ভূঞাপুরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

টাঙ্গাইল: ‘সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের জীবন ধারা’ স্লোগানে নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০৮ মার্চ) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর ফলদা শরিফুন্নেছা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ লাল কার্ড প্রদর্শন করে।

নারী নির্যাতন রুখতে এসময় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিও পালন করে।

বেসরকারি সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ভূঞাপুর ও ফলদা পল্লী সমাজের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, ব্র্যাকের উপজেলা শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম, ব্র্যাক কর্মকর্তা শাহনাজ পারভীন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম, নারী নেত্রী শামীমা আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের টাঙ্গাইল জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।