ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

২ নারী সাংবাদিককে প্রেসক্লাবের সম্মাননা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, মার্চ ৮, ২০১৮
২ নারী সাংবাদিককে প্রেসক্লাবের সম্মাননা সম্মাননা প্রদান অনুষ্ঠান

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবসে দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও বেগম পত্রিকার প্রথম নারী আলোকচিত্রী সাঈদা খানমকে সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখার জন্য সম্মাননা দিয়েছে জাতীয় প্রেসক্লাব।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা দেওয়া হয়।  

সাঈদা খানম নিজে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন।

তাসমিমা হোসেন দেশের বাইরে থাকায় তাকে অন্য একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে ‘নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের সংবেদনশীলতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক ও নারী অধিকারকর্মী দিল মনোয়ারা মনু।

তিনি বলেন, সারা বিশ্বে নারী দিবস পালিত হচ্ছে নতুন তাৎপর্য ও নতুন আঙ্গিকে। দিবসটিকে কেন্দ্র করে নানা পর্যালোচনা শেষে নারী আন্দোলনকে এক সূত্রে গাঁথা হয়। সাংবাদিকতা পেশাটি যেহেতু পারিবারিক, সামাজিক এবং মানসিকভাবে চ্যালেঞ্জের তাই ধৈর্য মনোবল ও সাহস, এই তিন গুণের সমন্বয়ে নারীদের থাকা উচিত।

জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, দৈনিক মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী, উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু, সিনিয়র সহ-সভাপতি রোজী ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য রোজিনা ইসলাম, চ্যানেল আই’র পরিচালক কনা রেজা, ইয়ং চেম্বার অব কমার্স ইন্টারন্যাশনালের সভাপতি রাজু আলীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।