ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় ১০ হাজার ইয়াবাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৫, মার্চ ৮, ২০১৮
বগুড়ায় ১০ হাজার ইয়াবাসহ নারী আটক আটক মাদক বিক্রেতা বাঁধন আকতার

বগুড়া: বগুড়া শহর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাঁধন আকতার নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুরে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালের দিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের রহমান নগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মৌ নার্সিং হোমের তাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়।

এসময় বাঁধন আকতারের হেফাজত থেকে ১০ হাজার ২শ ইয়াবা জব্দ করা হয়।  

মাদক বিক্রেতা বাঁধন আকতার শহরের বাদুরতলা তিব্বতমোড় এলাকার শাহিনুর রহমান জিতুর স্ত্রী। তিনি কিছুদিন ধরে তাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

সনাতন চক্রবর্তী বলেন, আটক বাঁধন আকতারের স্বামী শাহিনুর রহমান জিতুও একজন মাদক বিক্রেতা। স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে বগুড়া শহরসহ বিভিন্ন এলাকায় পাইকারি হিসেবে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলেছে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।