ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, মার্চ ৭, ২০১৮
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাজিব আলী (২৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। 

বুধবার (০৭ মার্চ) ভোরে রত্নাই সীমান্তের বিপরীতে ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের ছোড়া গুলিতে আহত হন তিনি।  

জানা গেছে, রাজিব উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মধ্য কাশিবাড়ী গ্রামের মংলু মোহাম্মদের ছেলে।

রাজিব একজন গরু ব্যবসায়ী। মঙ্গলবার রাতে গরু আনতে তিনি ভারত গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বিএসএফ’র গুলিতে আহত হন তিনি।  

আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আকালু বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ওই সীমান্তের নাগর নদীর তীরে ঘাস কাটছিল উপজেলার বারসা গ্রামের নাঈম (৯)। এসময় ভারতের গোয়ালপুর থানার নাটুয়াটুলি বিএসএফ ক্যাম্পের জওয়ানদের ছোড়া গুলিতে আহত হয় সে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।