ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

দোহারে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, মার্চ ৭, ২০১৮
দোহারে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: ঢাকার দোহারে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে দুপুর ১২টার দিকে ফুলতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভরিভর গ্রামের মো. শহীদ খানের ছেলে মো. মোক্তার খান (৩৪), দোহার থানার মধুরচর গ্রামের মো. আব্দুল মালেক শেখের ছেলে আবুল হোসাইন হাসান (২৪) ও মো. আল আমিন (১৯)।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দোহার থানার ফুলতলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোহার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।