ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

যশোরে কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, মার্চ ৫, ২০১৮
যশোরে কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যশোর: যশোরে আজিজুল সরদার (৩৫) নামে এক কৃষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৫ মার্চ) সকালে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেটের পাশ থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।

রাতেই হত্যায় জড়িত সন্দেহে আজিজুলের কাছ থেকে টাকা ধার নেওয়া স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

নিহত আজিজুল সরদার আন্দোলপোতা গ্রামের আলাউদ্দিন সরদারের ছেলে।  

নিহতের পরিবার সূত্রে জানা যায়, অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে আজিজুলের সঙ্গে আন্দোলপোতা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী তরিকুলের বিরোধ চলছিল। রোববার (৪ মার্চ) রাত আটটার দিকে নৈশপ্রহরী তরিকুল টাকা দেওয়ার নামে আজিজুলকে ফোনে ডেকে নেয়। রাত দশটা পার হলেও বাড়ি না ফেরায় এবং আজিজুলের মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন আশ-পাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১টার দিকে বিদ্যালয়ের টয়লেটের সেপটিক ট্যাংকির পাশে একটি বস্তার মধ্যে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বাংলানিউজকে বলেন, মরদেহের গলা, ঘাড় ও কপালে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আজিজুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।