ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, মার্চ ৫, ২০১৮
জাফর ইকবালকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন জাফর ইকবালকে দেখতে যান প্রধানমন্ত্রী

ঢাকা: ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা।

সোমবার (০৫ মার্চ) বেলা পৌনে ১টায় সিএমএইচে যান তিনি।

এ সময় প্রধানমন্ত্রী জাফর ইকবালের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

জাফর ইকবালও হাস্যোজ্জ্বল মুখে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। তখন পাশেই ছিলেন জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক।

গত শনিবার (০৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ফয়জুল হাসান নামে এক তরুণ ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।

হামলার পরপর বিকেল সাড়ে ৫টার দিকে জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এরপর ড. জাফর ইকবালের উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ধর্মান্ধরাই ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালিয়েছে। যারা হামলা করেছে তারা কখনো বেহেশতে যাবে না’।

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে যাবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।