ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

জুনের মধ্যে সড়কের খানা-খন্দ মেরামত: সড়ক সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৪, মার্চ ৫, ২০১৮
জুনের মধ্যে সড়কের খানা-খন্দ মেরামত: সড়ক সচিব

ঢাকা: আগামী জুন মাসের মধ্যে সড়ক-মহাসড়কের খানা-খন্দ মেরামত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের রক্ষণাবেক্ষণ কর্মসূচি এবং চলমান উন্নয়ন প্রকল্প তুলে ধরতে সোমবার (০৫ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব।  

তিনি বলেন, চলতি বছরের জুন মাসের মধ্যে মহাসড়কের বর্তমান অবস্থার উন্নতি হবে এবং যার উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে এপ্রিলের মধ্যে।

এপ্রিলের মধ্যে কত শতাংশ অগ্রগতি হবে? জানতে চাইলে সচিব বলেন, আমাদের কর্মযজ্ঞ চলছে, বিভিন্ন পত্র-পত্রিকায় যেভাবে বলা হচ্ছে যে রাস্তাগুলোর অবস্থা, এই অবস্থার একটি উল্লেখযোগ্য দৃশ্যমান হবে। জুনের মধ্যে এসব কার্যক্রম সম্পন্ন হবে বলে মনে করি।

‘এই যে বিভিন্ন রকমের যে কথাবার্তা উঠছে যে রাস্তা খানা-খন্দ, এই-সেই, এইগুলোর ব্যাপারে আমরা বলতে চাই, একটা দৃশ্যমান হবে’।

ঈদের আগে কী সুখবরটা পাওয়া যাবে? প্রশ্নে সচিব বলেন, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। মৌসুম পরিবর্তনের জন্য কাজের সময় যতটুকু কাজে লাগাতে পারি সেভাবেই কর্মসূচি ঠিক করছি।

তবে বড় বড় প্রকল্পগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী এক থেকে দুই বছর লাগতে পারে বলে জানান সচিব।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।