ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৩, মার্চ ৫, ২০১৮
পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও দুই দস্যুর মরদেহ/ ছবি: বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সঙ্গে বনদস্যু হাসান বাহিনীর 'বন্দুকযুদ্ধে' দুই দস্যু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৫ মার্চ) ভোরে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ‘হাসান বাহিনীর সদস্য’ আতাউর সরদার (২৫) ও রবিউল মালি (২৭)।

বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝেরচরে (বিহঙ্গ) র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যু হাসান বাহিনী সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুইটি এক নলা বন্দুক, ৪৯ রাউন্ড গুলি, চারটি পাইপগান, ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, র‌্যাবের ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।