ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে কাদের স্পিনিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, মার্চ ৫, ২০১৮
গাজীপুরে কাদের স্পিনিং কারখানার আগুন নিয়ন্ত্রণে আগুনে ধসে পড়েছে কারখানার টিনশেড ভবন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় কাদের কমপ্যাক্ট স্পিনিং লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর সোমবার (০৫ মার্চ) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রেণে আনেন।

রোববার (০৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে গাজীপুরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

৬ ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আক্তারুজ্জামান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ওই কারখানার টিনশেড ভবনটির কিছু অংশ ধসে পড়েছে।

এর আগে জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় কাদের কমপ্যাক্ট স্পিনিং লিমিটেড কারখানায় টিনশেডের ২তলা ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুড়ো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩, টঙ্গীর ১, কালিয়াকৈর ২, ডিবিএল ১, ইপিজেড ২ ও উত্তরা ফায়ার সার্ভিসের ১টিসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে কারখানায় তৈরি সুতা, মেশিন, তুলা ও আসবাবপত্র পুড়ে গেছে।  

২০১৫ সালের ২৪ জানুয়ারি কাদের কমপ্যাক্ট স্পিনিং লিমিটেড কারখানায় আগুন লেগেছিলো। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের কর্মীরা সে সময় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ০৮২৪ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৮/আপডেট: ০৮৫৬ ঘণ্টা
আরএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।