ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

পুলিশের সিগন্যাল অমান্য করায় ২ যুবককে পেটানোর অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, মার্চ ৪, ২০১৮
পুলিশের সিগন্যাল অমান্য করায় ২ যুবককে পেটানোর অভিযোগ পুলিশের সিগন্যাল অমান্য করায় ২ যুবককে পেটানোর অভিযোগ

মৌলভীবাজার: পুলিশের সিগন্যাল অমান্য করায় মোটরসাইকেল আরোহী দুই যুবককে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠেছে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন ভুইয়ার বিরুদ্ধে। 

রোববার (৪ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে মৌলভীবাজার মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের বাসিন্দা সৈয়দ কামরুল ইসলামের ছেলে সৈয়দ মাসুদ আরেফীন (২২) ও একই এলাকার বাসিন্দা শেখ নুরুল ইসলাম এর ছেলে শেখ নুরুজ্জামান (২০) নামের দুই যুবক শ্রীমঙ্গল থেকে মোটরসাইকেলে মৌলভীবাজারে যাচ্ছিলেন।

তারা মৌলভীবাজার মডেল থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। তারা পুলিশের সিগন্যাল অমান্য করে পাশ কাটিয়ে দ্রুত গতিতে চলে যায়। এরপর কিছু দূরে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যায়। এ অবস্থায় এসআই মহসীন ভূঁইয়া কাছে গিয়ে তাদের পেটাতে থাকে। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।

এসআই মহসীন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, এই দুই যুবক শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরে প্রবেশ পর্যন্ত মোট চারটি চেকপোস্টে দ্বায়িত্বরত পুলিশের সিগন্যাল অমান্য করেছিল। এমন অভিযোগে আমি তাদের থানার সামনে আটকানোর চেষ্টা করি। কিন্তু তারা সিগন্যাল না মেনে পাশ কাটিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে যায়। তখন রাগের মাথায় তাদের ২/১টি বাড়ি মেরেছি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। সত্যতা যাচাই করে দেখব।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।