ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

সুফলের জন্য ৩ মাস সময় চাইলেন ফরিদপুরের নতুন এসপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, মার্চ ৪, ২০১৮
সুফলের জন্য ৩ মাস সময় চাইলেন ফরিদপুরের নতুন এসপি বক্তব্য রাখছেন ফরিদপুরের নতুন এসপি মো. জাকির হোসেন খান। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: দুর্নীতির মামলায় এসপি সুভাষ চন্দ্র সাহা বদলি হওয়ার দীর্ঘ ছয়মাস পর ফরিদপুরে পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মো. জাকির হোসেন খান।

যোগদানের প্রথম দিনে রোববার (৪ মার্চ) দুপুরে পুলিশ লাইনের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত এই পুলিশ সুপার।

সভায় ‘তিনি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চান’ এই প্রত্যয় ব্যক্ত করে নবাগত এসপি মো. জাকির হোসেন খান বলেন,  তার কাজের সুফল আগামী তিন মাস পর থেকে পাওয়া যাবে।

আমি এমন এক পরিবেশ সৃষ্টি করে রেখে যেতে চাই যাতে আগামীতে আমি যখন এ জেলা ত্যাগ করবো, তখন আমার কাজের মূল্যায়ন করতে গিয়ে এ জেলার অধিবাসীরা ‘আমার প্রশংসা না করুক, গালি যেনো না দিতে পারে। ’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল গাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফএম মহিউদ্দিন আহম্মেদ, প্রবীণ সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, অধ্যাপক মো. শাহজাহান, অধ্যাপক আব্দুল মতিন ফকির, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেল, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল প্রমুখ।

পুলিশ সুপার মো. জাকির হোসেন খান এরআগে নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।