ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মৌন মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, মার্চ ৪, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মৌন মিছিল শাবিপ্রবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল/ছবি: বাংলানিউজ

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (০৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে থেকে শিকড় ও সাস্ট ডিবেটিং সোসাইটির উদ্যোগে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রিয় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে দিনভর উত্তাল ছিলো শাবিপ্রবি। ক্লাস বর্জন করে বিভিন্ন আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করে শিক্ষার্থীরা। এদিন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় আলোক বাতি প্রজ্জলন করে মৌন মিছিল বের করা হয়।

শিক্ষার্থীদের মতে, ড. জাফর ইকবাল সব সময় শিক্ষার্থীদের আলোর পথ দেখান। জঙ্গিবাদ, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্ছার হয়ে দেশকে আশার আলো দেখান। ফলে প্রিয় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এনইউ/এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।