ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

জাফর ইকবালের উপর হামলায় তদন্ত কমিটি গঠন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, মার্চ ৪, ২০১৮
জাফর ইকবালের উপর হামলায় তদন্ত কমিটি গঠন ড. মুহম্মদ জাফর ইকবাল/ফাইল ফটো

সিলেট: লেখক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ। 

রোববার (৪ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান।

জাফর ইকবাল এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলে জানান উপাচার্য।

শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে তদন্ত কমিটির সদস্যদের নাম ও অন্য তথ্য প্রকাশে অপারগতা প্রকাশ করেন উপাচার্য।  

হামলার পর থেকে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তড়িৎ প্রকৌশল বিভাগের উৎসব চলাকালে এ ফয়জুল নামে এক দুর্বৃত্ত এ হামলা চালায়।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।