ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

ফুলবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, মার্চ ৪, ২০১৮
ফুলবাড়ীতে গাঁজাসহ দুই যুবক আটক ফুলবাড়ীতে গাঁজাসহ আটক ‍দুই যুবক/ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তারা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নয়ারহাট ইউনিয়নের বাচহাটি গ্রামের মৃত মখর খাঁর ছেলে রাশেদুল হক (২৭) ও একই উপজেলার ফাঁতেখা গ্রামের জহির উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম (২৬)।

রোববার (০৪ মার্চ) সকালে উপজেলার কবির মামুদ ও আছিয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতররের উপ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলার কবির মামুদ ও আছিয়ার বাজার এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় বিশেষ কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।