ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২০, মার্চ ৪, ২০১৮
প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার গ্রেফতার যুবক

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (৪৫) শ্লীলতাহানির অভিযোগে রুবেল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৪ মার্চ) দুপুরে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রুবেল উপজেলার বাসুদেবপুর দোলবাড়ি গ্রামের হাকিম উদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, দুই-তিন মাস ধরে ওই নারীকে উত্যক্ত করছিলেন রুবেল। এর ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৮টায় বাসুদেবপুর চকপাড়া গ্রামে ওই নারীকে উত্যক্ত করে শ্লীলতাহানি করেন রুবেল। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করতে গিয়ে ব্যর্থ হন গ্রাম্য বিচারকরা। এদিকে মামলা করতেও দিচ্ছিলেন না রুবেল ও তার স্বজনরা।

অবশেষে রোববার দুপুরে ওই নারীর ভাই কলিম উদ্দিন বাদী হয়ে থানায় মামলা রুজু করেন। এ পরিপ্রেক্ষিতে রুবেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।