ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

আত্মসমর্পণ করতে যাচ্ছেন ফয়জুরের বাবা-মা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪২, মার্চ ৪, ২০১৮
আত্মসমর্পণ করতে যাচ্ছেন ফয়জুরের বাবা-মা

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলায় জড়িত ফয়জুর রহমানের বাবা-মা আত্মসমর্পণ করতে যাচ্ছেন। 

রোববার (৪ মার্চ) দুপুরে বাংলানিউজকে এমন তথ্য নিশ্চিত করেছেন ফয়জুরের এক নিকটাত্মীয়।  

হামলাকারী ফয়জুরের মামী বলেন, আমার স্বামী ফজলুর রহমান নির্দোষ।

ফয়জুরের বাবা-মাকে না পেয়ে পুলিশ আমার স্বামীকে ধরে নিয়ে গেছে।  

পুলিশের বরাত দিয়ে তিনি বলেন, আমার স্বামীর কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্যই তাকে আটক করা হয়েছে।  

তিনি জানান, এরইমধ্যে এক নিকটাত্মীয়ের মাধ্যমে ফয়জুরের বাবা-মা আত্মসমর্পণের জন্য রওনা হয়েছেন। তবে কোন স্থান থেকে তারা আসছেন বিষয়টি তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। ফজলুরকে আটকের সময় তিনি তার বাবার বাড়ি ছিলেন।

স্থানীয় টুকেরবাজার ইউপি সদস্য গিয়াস উদ্দীন বাংলানিউজকে বলেন, হামলাকারীর মামা ফজলুরকে আটকের পর তার ঘরে তালা লাগিয়ে বাড়িটি নজরদারিতে রেখেছে পুলিশ।

শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী ফয়জুর। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হন ওই হামলাকারী।

হামলার ঘটনায় হামলাকারীর চাচা আব্দুল কাহার লুলইকে (৫৫) সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়ারকাপন নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা। এর আগে ফয়জুরের মামা ফজলুর রহমানকে সিলেট থেকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।