ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

জাফর ইকবালের ওপর হামলা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪০, মার্চ ৪, ২০১৮
জাফর ইকবালের ওপর হামলা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত মানববন্ধনে সংগঠন দু’টির নেতারা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনার ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করেছেন।

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে রুখে দিতে ‘৭১’এর পরাজিত শক্তির এ হামলা চালিয়েছে।

রোববার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে সংগঠন দু’টির নেতারা এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান মানববন্ধনে বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে ঐক্যবদ্ধভাবে অরাজকতা সৃষ্টির করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে আর তারই ফলশ্রুতিতে জাফর ইকবাল ওপর হামলা হয়েছে। এ অপশক্তি চাই দেশের বর্তমান স্থিতিশীল অবস্থাকে বিনষ্ট করতে ও দেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করে নিজেদের পরাজয়ের প্রতিশোধ নিতে। জাফর ইকবালের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। একজন মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলার মানে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা।

তিনি আরও বলেন, ‘৭৫ সালের পরবর্তী সময়ে পরাজিত শক্তি দীর্ঘদিনে ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ফলে তাদের শাখা-প্রশাখা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পরেছে। তারা এখন সম্মিলিত হয়ে একের পর এক অপরাধ করে যাচ্ছে যেন বাংলাদেশ উন্নত দেশের মর্যাদা না পায়।

বিভিন্ন উপায় অবলম্বন করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি মিথ্যা তথ্য ও স্বাধীনতার ইতিহাসের বিরুদ্ধে অপপ্রচার করছে উল্লেখ করে তিনি বলেন, রাজপথে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যম ও প্রশাসনের কিছু লোকের সহযোগিতায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপপ্রচার করে জনমনে অসন্তুষ্টি এবং বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। এছাড়া এরা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের বিরুদ্ধে কথা বলে জাফর ইকবালের মতো একজন শিক্ষকের ওপর হামলার প্রেক্ষাপট তৈরি করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
এমএসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।