ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩১, মার্চ ৪, ২০১৮
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় ঝিলু মোল্যা (৩০) নামে ব্যাটারি চালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (০৪ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ উপজেলার হরিদাসপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝিলু মোল্যার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ইজিবাইকে করে কয়েকজন যাত্রী খাগাইল গ্রাম থেকে গোপালগঞ্জ শহরে আসছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুরে পৌঁছালে একটি ট্রাক সামনে থেকে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ওই ইজিবাইকে থাকা ঝিলু মোল্যা ঘটনাস্থলেই মারা যান ও অপর দুইজন আহত হন। পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।