ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

গোমস্তাপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৬, মার্চ ৪, ২০১৮
গোমস্তাপুরে বড় ভাইকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই আব্দুর রশিদকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই দুরুল হোদা (৫৮)।

রোববার (৪ মার্চ) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছোট ভাই দুরুল হোদাকে আটক করেছে পুলিশ।

গোমস্তাপুর থানার উপ পরিদর্শক (এসআই) তাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, জমি-জমা নিয়ে বড় ভাই আব্দুর রশিদের সঙ্গে ছোট ভাই দুরুল হোদার বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

একর্পযায়ে দুরুল হোদা ক্ষিপ্ত হয়ে আব্দুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই আব্দুর রশিদের মৃত্যু হয়। পরে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং দুরুল হোদাকে আটক করে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।